আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কঙ্গনা রনৌত এবার পিয়ানোতে ঝড় তুললেন

কঙ্গনা রনৌত এবার পিয়ানোতে ঝড় তুললেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০২০ , ৬:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডের অন্যতম তারকা অভিনয়শিল্পী কঙ্গনা রনৌত। নিজের মনের কথা প্রকাশে কখনোই কুণ্ঠাবোধ করেননি। বিনোদন অঙ্গনে তিনি ‘ঠোঁটকাটা বলেও পরিচিত। তবে তাঁর অভিনয়ের প্রশংসা না করে পারেন না কেউ। তাঁকে এখন বলা হয় বলিউড কুইন। তবে তাঁর অন্য গুণও রয়েছে। এবার তেমনই একটি দৃষ্টান্ত এলো। ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনে মানালির বাড়িতে সংগীতে মন দিয়েছেন কঙ্গনা রনৌত। পিয়ানোতে ‘লাভ স্টোরি’র থিম মিউজিক বাজিয়ে শোনাতে দেখা গেল তাঁকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পিয়ানো বাজানোর ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। তিনি যেটি বাজিয়েছেন, সেটি হলো ১৯৭০ সালের হলিউড ক্লাসিক ‘লাভ স্টোরি’র থিম। সম্প্রতি লকডাউনে পুরোটা সময়ই নিজের পরিবারের সঙ্গে কাটাতে দেখা গেছে কঙ্গনাকে। কঙ্গনা কখনো নিজের পাহাড়ি বাংলোয় বাবা-মা-বোন ও আদরের বোনের ছেলের সঙ্গে কাটিয়েছেন। কখনো আবার কুল্লুতে কেনা বড় বোন রঙ্গোলির নতুন বাংলো সাজিয়ে দিয়েছেন নিজ হাতে। যা হোক, ‘মনিকর্ণিকা’র পর খুব দ্রুত আবারও পরিচালক হিমেবে দেখা যাবে কঙ্গনা রনৌতকে। রামমন্দির নিয়ে চলচ্চিত্র বানাতে চলেছেন তিনি। ছবির নাম ‘অপরাজিত অযোধ্যা’।