আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কমেডিয়ান থেকে ৮ সিনেমার নায়ক হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

কমেডিয়ান থেকে ৮ সিনেমার নায়ক হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২২ , ৭:৪৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালাচ্ছে। প্রথম দিনেই ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শয়ে শয়ে মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইউরোপের কোনো দেশ। এত উত্তেজনার মধ্যেও রাজধানী কিয়েভেই থাকার প্রত্যয় ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের এই রাষ্ট্রনায়ক এক সময় সিনেমার নায়কও ছিলেন । অভিনয় করেছেন ৮টি সিনেমা ও ধারাবাহিকে। যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ, ভারতের দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়। ৪৪ বছর বয়সি রাষ্ট্রনায়ক তার ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা হিসেবে। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে তাঁর অভিনয়ে হাতেখড়ি। ভলোদিমির জেলেনস্কিকে এরপর দেখা গেছে একাধিক টেলিভিশন শোতে। তখনই পেয়েছিলেন জনপ্রিয়তা। এরপর সুযোগ পান সিনে পর্দায়। ২০০৯ সালে মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা ‘লাভ ইন দ্য বিগ সিটি’। এরপর একে একে অভিনয় করেছেন ‘অফিস রোম্যান্স আওয়ার টাইম’, ‘লাভ ইন ভেগাস’সহ মোট আটটি সিনেমাতে। ২০১৮ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর অভিনয় ছেড়ে দেন। তার সবশেষ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়, নাম ‘আই, ইউ, হি, শি’।
সিনেমার পাশাপাশি ভলোদিমির জেলেনস্কি ২০১৫ সালে ‘সারভেন্ট অফ দ্য পিপল’ এবং ২০১৭ সালে ‘স্ভ্যাতি’ শিরোনামের দুটি ধারাবাহিকে কাজ করেছিলেন।