আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ কম্বোডিয়া গেলে আগেই জমা দিতে হবে ‘দাফনের টাকা’

কম্বোডিয়া গেলে আগেই জমা দিতে হবে ‘দাফনের টাকা’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২০ , ৫:০১ পূর্বাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


দিনের শেষে ডেস্ক :এই করোনা মহামারীর মধ্যেও হয়তো কম্বোডিয়ায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা আটছেন অনেকেই। ভাবছেন, দেশটির সিয়েম রিপ কিম্বা রাজধানী নমপেনের সুন্দর সুন্দর বৌদ্ধমন্দিরগুলো দেখবেন। তাহলে এবছর তাদেরকে ভ্রমণ বাজেটটা আরও বাড়াতে হবে। কারণ করোনা পরিস্থিতিতে পর্যটকদের থেকে এককালীন ৩ হাজার মার্কিন ডলার অগ্রিম নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কম্বোডিয়া সরকার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার সমান। ছুটি কাটাতে গিয়ে কোনো পর্যটক করোনা আক্রান্ত হলে এ জমা অর্থ থেকেই তার চিকিৎসা এমনকি মারা গেলে দাফনের যাবতীয় বন্দোবস্ত করা হবে। যাতে সরকারের কোষাগার থেকে কোনো টাকা খরচ না হয়। এপি জানিয়েছে, করোনা সংক্রমণের গোড়ার দিকে বেড়াতে গিয়ে কোনো পর্যটক করোনা আক্রান্ত হলে তার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে বলে ঘোষণা করেছিল কম্বোডিয়া।  কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি পাল্টে ফেলল সরকার। ফলে পকেটে বাড়তি চাপ পড়তে যাচ্ছে পর্যটকদের। চলতি সপ্তাহে কম্বোডিয়া সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, তাদের দেশে পা রাখার সঙ্গে সঙ্গে ন্যূনতম ৩৮ লাখ টাকার স্বাস্থ্যবিমার নথি দাখিলের পাশাপাশি এবার থেকে পর্যটকদের ৩ হাজার মার্কিন ডলার জমা রাখতে হবে। বিমানবন্দরে সরকারের বেঁধে দেয়া ব্যাংকের শাখায় নগদ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে হবে এ টাকা। ছুটি কাটাতে গিয়ে কোনো পর্যটক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা কোভিড উপসর্গ দেখা দিলে জমা অর্থ তার চিকিৎসার কাজে খরচ করা হবে। এছাড়া বাধ্যতামূলক করানো টেস্টের যাবতীয় খরচ সরকার কেটে নেবে ওই জমা টাকা থেকেই। কোন খাতে কীভাবে খরচ করা হবে, তাও কম্বোডিয়া সরকার বিশদে জানিয়ে দিয়েছে।