আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনা আক্রান্ত সাবেক ক্রিকেটার আশিকের পাশে কোয়াব

করোনা আক্রান্ত সাবেক ক্রিকেটার আশিকের পাশে কোয়াব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২০ , ৭:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনা আক্রান্ত সাবেক ক্রিকেটার আশিকুর রহমান মজুমদার হাসপাতালে ভর্তি। সাধারণত করোনা রোগীর আশপাশে তেমন কেউ যেতে চায় না। তবে আশিকের কোনো ধরনের সমস্যা হবে না বলে নিশ্চিত করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এরই মধ্যে কোয়াবের পক্ষ থেকে আশিকের দেখাশোনার জন্য লোক পাঠনো হয়েছে। তিনি যে হাসপাতালে ভর্তি (মুগদা হাসপাতাল) সেখানে কিছু প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসও পাঠিয়েছে ক্রিকেটারদের সংগঠনটি। এ বিষয়ে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘আমরা আশিক ও তার পরিবারের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখছি। এরই মধ্যে আমাদের সভাপতি নাঈমুর রহমান দূর্জয়, সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা যেন সর্বোচ্চ খেয়াল রাখে সেই অনুরোধ করা হয়েছে। আশিককে সাহস দেয়া হয়েছে যেন তিনি ভেঙে না পড়েন। এতটুকু বলতে পারি অশিকের মনোবল ভেঙে পড়েনি। সে করোনার সঙ্গে লড়াই করতে প্রস্তুত। চিকিৎসকরা জানিয়েছে ওকে একটি ইনজেকশনও দেয়া হয়েছে নাভির নিচে। আশা করি, আশিক দ্রুতই সুস্থ হবে।’ করোনা আক্রান্ত সাবেক ক্রিকেট ও কোচ আশিকের দেখভাল করতে দু’জনকে পাঠানো হয়েছে কোয়াবের পক্ষ থেকে। এ বিষয়ে দেবব্রত পাল বলেন, ‘আমরা জানি, করোনা আক্রান্ত রোগীর পাশে কেউ যেতে চায় না। তাই দু’জনকে আমরা মুগদা হাসপাতালে পাঠিয়েছি। ওর সব খবর আমরা পাবো। হাসপাতালে অনেক কিছুর অভাব ছিল। সেগুলো দেয়া হয়েছে। বিশেষ করে মশারি, পানি খাওয়ার জন্য জগ, গ্লাসসহ প্রয়োজনীয় আরো অনেক কিছু। বিশেষ করে অক্সিজেন সরবরাহে যেন কোনো সমস্যা না হয়, আমরা সেটারও ব্যবস্থা করেছি। এটাই বলতে চাই, তার জন্য কোয়াব সবকিছু করবে।’