আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ করোনা ইউনিটে ভর্তির এক ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু

করোনা ইউনিটে ভর্তির এক ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২০ , ৮:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরিশাল প্রতিনিধি : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক ব্যক্তির (৫১) মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, রাত ৯টার দিকে ওই রোগীকে মুমূর্ষু অবস্থায় তার স্বজনরা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করেন। ভর্তির সময় ওই রোগীর জ্ঞান ছিল না। রোগীর স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে ওই রোগী জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। সকালের পর থেকে তার অবস্থার অবনতি ঘটে। রাত ৯টার দিকে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির মাত্র এক ঘণ্টার মধ্যে ওই রোগীর মৃত্যু হয়। ডা. বাকির হোসেন বলেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র এক স্টাফ নার্সের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বুধবার বিকেল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ ও বহির্বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ওই নার্সের বাসার আশেপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. সায়্যিদ আমরুল্লাহ বলেন, করোনার উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র এক স্টাফ নার্সের নমুনা পরীক্ষার জন্য গত ৪ মে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ ও বহির্বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে জরুরি বিভাগ চালু রয়েছে। বরিশাল জেলা সিভিল সার্জন চিকিৎসক মনোয়ার হোসেন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় এক সেবিকাসহ দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।