আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// `করোনা একজনে কতজন ছড়াচ্ছে’ দুই মাসেও জানে না আইইডিসিআর

`করোনা একজনে কতজন ছড়াচ্ছে’ দুই মাসেও জানে না আইইডিসিআর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২০ , ৪:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : জেনোম সিকোয়েন্সের মতো কঠিন কাজটি হলেও এখনো বাংলাদেশ জানে না এখানে কোভিড উনিশের সংক্রমণের হার বা ‘আর নট’। অর্থাৎ প্রতি একজনে কতজন ছড়াচ্ছে তা এখনো নির্ণয় করতে পারেনি আইইডিসিআর। যদিও প্রতিষ্ঠানটির দাবি, দুই একদিনেই জানানো যাবে এই সংখ্যা। তা হলে কোভিড মোকাবিলা বা এলাকাভিত্তিক লকডাউন তুলে নেয়ার বিশেষ ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। শনাক্তের দুই মাস পরে এখনো নির্দিষ্ট করে জানা নেই বাংলাদেশে কি মাত্রায় ছড়াচ্ছে কোভিড উনিশ। তবে গবেষণা কিংবা হিসাব নিকাশ যাই হোক সেই প্রক্রিয়া সেরে শিগগিরই আইইডিসিআর জানাতে যাচ্ছে বাংলাদেশে করোনার সংক্রমণ মাত্রা। আইইডিসিআর বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর বলেন, আমরা দুই-চারদিন পরেই এই তথ্য বলবো। জিনোম সিকোয়েন্স জানা গেলেও সংক্রমণের হার কিংবা ‘আর নট’ নির্ণয়ে দুই মাসের বেশি সময় ব্যয় হওয়া গবেষণার দুর্বলতা বলছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক ডা বে-নজির আহমেদ বলেন, আমাদের যেরকম জিনোম অ্যানালাইসিস হল সেরকম ভালো প্রমাণ তৈরি হল। পাশাপাশি এরকম আরো প্রমাণ থাকলে আমাদের উপকার হত। তারা বলছেন, সাধারণত সময় কিংবা এলাকার পরিবর্তনে তারতম্য ঘটে এই সংখ্যার। তবে লকডাউন তুলে নেয়া, কিংবা এলাকা ভিত্তিক সতর্কতামূলক ব্যবস্থা নিতে এই ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। রোগটাকে যদি সেরকম সক্ষমতার সাথে কন্ট্রোল করতে হয়, তাহলে ‘আর নট’ ব্যাপারটা অনেক প্রয়োজন। চলতি বছরের শুরুতে চীনের উহান থেকে শুরু হওয়ার পর এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় পয়তাল্লিশ লাখ।