আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// করোনা জয় করলেন ৩৪ লক্ষাধিক

করোনা জয় করলেন ৩৪ লক্ষাধিক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৫:০২ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। তবে আশার কথা হচ্ছে মৃত্যুর তুলনায় সুস্থতার সংখ্যা অনেক বেশি।     করোনায় আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারে সর্বশেষ পরিসংখ্যান বলছে, বিশ্বে করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১১ হাজার ২৮২ জন।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৬৯ লাখ ৭৪ হাজার ৭২১ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৭১৫ জন। আর ওই সময়ের মধ্যে মারা গেছে ৪ হাজার ১৭৭ জন।

বিশ্বজুড়ে করোনায় সর্বমোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৯৪ জন। আর মোট সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১১ হাজার ২৮২ জন। তবে এখনও করোনা আক্রান্ত রয়েছে আরও ৩১ লাখ ৬১ হাজার ৩৮৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮৮ হাজার ৫৪৪। মৃত্যু হয়েছে এক লাখ ১২ হাজার ৯৬ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৭৬ হাজার ৪৯৪ জন। এর মধ্যে ৩৬ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে।