আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য ও চিকিৎসা করোনা নিষ্ক্রিয় হবে সেপ্টেম্বরে

করোনা নিষ্ক্রিয় হবে সেপ্টেম্বরে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২০ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা


দিনের শেষে ডেস্ক : প্রাকৃতিকভাবেই করোনাভাইরাস সেপ্টেম্বর থেকে নিষ্ক্রিয় হবে বলে দাবি করেছেন নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিটের। স্ট্যানফোর্ড ডেইলির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, যদি আমি ধরেই নিই আমি কভিড (১৯) আক্রান্ত হয়েছি, যা আমি জানিই না, তখন আমি আমার বন্ধু, শিশু, আশপাশের মানুষদের সংক্রমিত করলাম। এটা প্রথম দিনেই ঘটবে। কিন্তু পরের দিন, আমার পক্ষে নতুন লোক খুঁজে পাওয়া মুশকিল হবে সংক্রমিত করার জন্য। এভাবে কিছু দিন পর দেখা যাবে সংক্রমিত করার মানুষই বাস্তবেই আর খুঁজে পাওয়া যাবে না, কারণ হয়ত অদৃশ্য কারো দ্বারা তারা আগেই সংক্রমিত হয়ে গেছে। এভাবে এ ভাইরাসের বিরুদ্ধে আমাদের একটা প্রাকৃতিক প্রতিরোধ গড়ে উঠবে। তিনি আরও বলেন, ৮০ ভাগ লোকের হার্ড ইমিউনিটি অর্জন করতে হবে। আর যারা ভাবছে হার্ড ইমিউনিটি দরকারই নাই, তাদের আমি সঠিক মনে করি না। রসায়নে ২০১৩ সালে নোবেলজয়ী মাইকেল লেভিট আমি জানুয়ারির ২০ তারিখ থেকে চীনে করোনা মহামারির আঘাত পর্যালোচনা করতে থাকি। চীনে ধীরে ধীরে মৃত্যু হার ক্রমেই নিচের দিকে নেমেছে।