আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন মাইকেল

করোনা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন মাইকেল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২০ , ৫:১১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করোনা মহামারীর বিষয়টি তিন দশক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং নিজেও সতর্ক ছিলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন মাইকেল জ্যাকসনের প্রাক্তন দেহরক্ষী ম্যাট ফিডেস। তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। মাইকেল আগেই আন্দাজ করতে পেরেছিলেন করোনা ভাইরাসের মত মহামারী ছড়াবে বিশ্বে। সে কারণেই নিজের মুখ মাস্ক দিয়ে সবসময় ঢেকে রাখতেন। সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ম্যাট ফিডেস। কয়েক দশক ধরে পপ সম্রাটের সঙ্গে ছিলেন তিনি। ম্যাট ফিডেস জানান, মাইকেল সবসময় বলতেন মানব জাতি যেকোনও সময় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একধরণের জীবাণুই গ্রাস করবে মানব সভ্যতা। মাইকেলকে অনেক সময় মুখের মাস্ক খুলে ফেলতে বলতেন তিনি। কিন্তু মাইকেল কখনও তাতে রাজি হননি। মাইকেল বলতেন, আমি অসুস্থ হয়ে আমার অনুরাগীদের মন খারাপ করতে চাই না। জ্যাকসন নাকি বলতেন, তিনি একটি কারণে পৃথিবীতে আছেন। তাই তাকে সবসময় সুস্থ থাকতে হবে। আমার গলা আমি খারাপ হতে দিতে পারি না। ম্যাট আরো জানান, এতোদিন পর তিনি বুঝতে পারছেন কেন মাস্ক পরে থাকতেন জ্যাকসন। করোনাভাইরাসের মতো একটা ভাইরাস পৃথিবীতে থাবা বসাতে পারে সেটা আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি। অপচিকিৎসার কুফলে মাইকেল জ্যাকসনের শরীর ভেতরে ভেতরে খুব দুর্বল হয়ে গিয়েছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল ভীষণভাবে, তাই মাস্ক ব্যবহার করতেন। শেষে অকালে মারাও গিয়েছিলেন ওই অপচিকিৎসার কারণেই। আর এ নিয়ে এখন আজগুবি গপ্পো বানানো হচ্ছে। যেন মাইকেল পীর-পয়গম্বর ছিলেন আরকি। এসব তো হাসিরও যোগ্য নয়।