আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনা মোকাবেলায় বার্সেলোনার কর্মী আন্দ্রে কারি ১০ টন খাবার দিলেন

করোনা মোকাবেলায় বার্সেলোনার কর্মী আন্দ্রে কারি ১০ টন খাবার দিলেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৬:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের সংকট মোকাবেলায় ১০টন খাবার দিলেন বার্সেলোনার কর্মী আন্দ্রে কারি। ভবিষ্যত নেইমার, রোনালদিনহো, দানি আলভেজ কিংবা আর্থুর মেলোদের মতো প্রতিভাবানদের খুঁজে বের করাই তার কাজ।ফুটবলবিহীন দিনগুলোতে স্কাউটিং নয়, বরং সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েই শিরোনাম হয়েছেন কারি। ব্রাজিলের সঙ্গীত শিল্পী বেল মার্কেসের এক দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়ে দান করেছেন ১০ টন খাদ্যদ্রব্য। সাও পাওলো ও বাহিয়ায় নিম্ন আয়ের মানুষদের সাহায্যার্থে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মার্কেস। ইউটিউবে সরাসরি সে অনুষ্ঠান দেখানো হয়েছে। ৫০ লাখ মানুষ এই দাতব্য অনুষ্ঠানে ইউটিউবের মাধ্যেম অংশ নিয়েছিলেন। আন্দ্রে কারির অনুদানের বিষয়টি নিশ্চিত করে মার্কেসই বলেন, আমার বন্ধু আন্দ্রে কারিকে বহুদিন ধরেই চিনি। সে ১০ টন খাবার নিয়ে যোগ দিয়েছে আমাদের সঙ্গে। ধন্যবাদ বন্ধু কারীকে।