আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য করোনা: ১০০ টন খাদ্য সহায়তা নিয়ে নৌবাহিনীর জাহাজ (বানৌজা) ‘সমুদ্র অভিযান’ মালদ্বীপে পৌঁছেছে

করোনা: ১০০ টন খাদ্য সহায়তা নিয়ে নৌবাহিনীর জাহাজ (বানৌজা) ‘সমুদ্র অভিযান’ মালদ্বীপে পৌঁছেছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২০ , ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া সার্কভুক্ত দেশ মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাঙালিদের জন্য চাল, ডাল, সবজিসহ প্রায় ১০০ টন খাদ্য সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বানৌজা) ‘সমুদ্র অভিযান’ বুধবার (২২ এপ্রিল) সকালে দেশটিতে পৌঁছেছে। মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ছাড়াও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাইদ, পররাষ্ট্র সচিব আবদুল গফুর মহম্মদ, সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ সামাল এসময় উপস্থিত ছিলেন। গত বুধবার (১৫ এপ্রিল) সকালে মালদ্বীপের উদ্দেশে বানৌজা ‘সমুদ্র অভিযান’ চট্টগ্রাম ছেড়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পর্যটন ও মৎস্য সম্পদ নির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রায় ৩৮ হাজার বাংলাদেশি প্রবাসী রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তারা কর্মহীন হয়ে মানবেতর জীবন ধারণের মুখে পড়েছেন। বাংলাদেশি এসব প্রবাসীদের কথা বিবেচনায় এনে সরকারের পক্ষ থেকে মালদ্বীপ সরকারকে এসব খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তা বিলি-বন্টন করা হবে প্রবাসী বাঙালিদের।