আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনানায় ভুগছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

করোনানায় ভুগছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২০ , ১১:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনার উপসর্গে ভুগছেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । গতকাল রবিবার বিকেল থেকেই সামান্য জ্বর এবং সর্দিকাশিতে ভুগছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার উপসর্গ দেখা দেয়ায় ইতোমধ্যে সেলফ আইসোলেশনে গেছেন কেজরিওয়াল। আগামীকাল তার করোনা পরীক্ষা করা হবে। করোনা উপসর্গ দেখা দেওয়ার পর সব সভা বাতিল করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের শরীরে এমন সময় করোনা ভাইরাসের উপসর্গ ধরা পড়লো যখন ভারতের রাজধানী দিল্লিতে হু হু করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দিল্লিতে এ পর্যন্ত প্রায় ২৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৬১ জন। যদিও ভারতজুড়ে করোনার প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করা হয়েছে। ভারতে এ পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৬১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।