আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনার নতুন চিকিৎসা পদ্ধতি আনছে যুক্তরাষ্ট্র

করোনার নতুন চিকিৎসা পদ্ধতি আনছে যুক্তরাষ্ট্র


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : নভেল করোনাভাইরাসের নতুন এক চিকিৎসা পদ্ধতির ঘোষণা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই কোভিড-১৯ রোগের নতুন চিকিৎসা পদ্ধতির বিষয়ে একটি ঘোষণা হবে।

মার্ক মিডোস বলেন, ‘আমরা আশাবাদী, আগামী কিছুদিনের মধ্যেই করোনার চিকিৎসা নিয়ে নতুন থেরাপির ঘোষণা করতে পারব। কিছু যুগান্তকারী প্রযুক্তির মাধ্যমে এ নতুন থেরাপিভিত্তিক চিকিৎসা করা হবে।’ এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

করোনার চিকিৎসা নিয়ে আশার বাণী শোনালেও কী ধরনের থেরাপি বা কী ধরনের যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে খোলাসা করেননি মার্ক মিডোস। শুধু বলেছেন, কয়েক দিনের মধ্যেই নতুন চিকিৎসা নিয়ে ঘোষণা আসছে।

এদিকে, করোনার ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে বিশ্বজুড়ে ১৭৩টি উদ্যোগ চালু রয়েছে। এর মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় পৌঁছাতে পেরেছে তিনটি, যার দুটি চীনের। এমন অবস্থায় নতুন এক চিকিৎসা পদ্ধতির ঘোষণা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪৩ লাখ ৭১ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে এক লাখ ৪৯ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হতে পেরেছে ২০ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য দিয়েছে।