করোনার নতুন ধরন ঠেকাতে বুস্টার টিকা আনবে মডার্না
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২১ , ৫:১৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আলোচনা-উদ্বেগের শেষ নেই। এটিকে করোনার ডেল্টা ধরনের চেয়েও ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, প্রচলিত কোভিড টিকায় এ ধরন মোকাবেলা করা সম্ভব হবে না। এর কারণ হলো- ওমিক্রন করোনার অন্য ধরনগুলোর চেয়ে বেশ আলাদা। এটি খুব দ্রুত আচরণ পরিবর্তন (মিউটেশন) করতেও পারদর্শী।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় করোনার এ নতুন ধরন শনাক্ত হয়। শুক্রবার এ নিয়ে বৈঠক করে বিশ্ব স্থাস্থ্য সংস্থা। বৈঠকের পর এর নাম দেয়া হয় ‘ওমিক্রন’।করোনা টিকা কতোটা কাজ করবে, এ নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু হয়ে গেছে। এনডিটিভি জানায়, টিকা প্রস্তুতকারী মার্কিন কোম্পানি মডার্না বলছে, তারা করোনা টিকার একটি বুস্টার তৈরি করবে, যা নতুন এ ধরন (ওমিক্রন) ঠেকাবে।
ওমিক্রন ঠেকাতে যে তিনটি উপায় বেছে নিয়েছে মডার্না, তার মধ্যে একটি এই বুস্টার ডোজ। এ ছাড়াও চলমান ভ্যাকসিনের মাত্রা আরও বাড়ানোর বিষয়টিও আমলে রাখছে মার্কিন ওষুধ কোম্পানিটি। মডার্নার প্রধান নির্বাহী স্টিফেল বানসেল বলেন, ‘ওমিক্রনের আচরণ পরিবর্তনের বিষয়টি উদ্বেগজনক। আমরা গত কয়েকদিন ধরে যত দ্রত সম্ভব এ ধরন শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’