আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায় অর্থ জোগানে নিলামে মার্কিন অভিনেত্রীর নগ্ন ছবি

করোনায় অর্থ জোগানে নিলামে মার্কিন অভিনেত্রীর নগ্ন ছবি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২০ , ৩:০০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  করোনা মোকাবিলায় নিজের নগ্ন ছবি নিলামে তুলেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন । হাফিংটনপোস্ট ও জি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন তার নগ্ন চারটি ছবি নিলামে তুলছেন কোরানা পরীক্ষার জন্য যথেচ্ছ অর্থ জোগাড়ের জন্য। এ অর্থ দরিদ্র অসহায়দের জন্য খরচ করা হবে। নিলামের শেষ সময় শুক্রবার।

বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেনিফার এক বার্তা শেয়ার করেন। তিনি জানান, তিনি একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। ওই সংস্থাই তাঁর নগ্ন ছবিকে নিলামে তুলবে। সেখানে থেকে যে অর্থ আসবে, তা করোনা মোকাবিলার কাজে ব্যবহার করা হবে বলে জানান জেনিফার। সেই কারণেই এবার নতুন করে প্রকাশ্যে এল জেনিফারের নতুন ছবি।

নিলামের সময় আগামী শুক্রবার পর্যন্ত। নিলাম শুরু হয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় সকাল দশটা থেকে। নিলাম অনুষ্ঠান হচ্ছে ক্যালিফোর্নিয়া রিগ্যান সেন্টারে।

বছর ২ আগে তিনটি মুভির শ্যুটিংয়ের সময় জেনিফার অ্যানিস্টনের চারটি নগ্ন ছবি প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে অন্তর্জালে। জেনিফার অ্যানিস্টনের সেই মোহময়ী ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হন নেটিজেনরা।