আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// করোনায় আক্রান্ত এমপি শহীদ ও মোকাব্বির

করোনায় আক্রান্ত এমপি শহীদ ও মোকাব্বির


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২০ , ২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  করোনাভাইরাসে আরও দুজন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। তারা হলেন- মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ও গণফোরাম থেকে নির্বাচিত সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।

জানা গেছে, ঠাণ্ডা-জ্বর নিয়ে সোমবার রাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি হন ড. শহীদ। তারপর মঙ্গলবার তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

তবে তার কোন শ্বাসকষ্ট নেই বলে জানিয়েছেন ড. শহীদের একান্ত সচিব (পিএস) আহাদ মো. সাইদ হায়দার।

এছাড়া সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন মোকাব্বির। মঙ্গলবার দুপুরে তারও রিপোর্ট করোনা পজিটিভ আসে।

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোকাব্বির খান এখন আগের চেয়ে ভালো আছেন। সিএমএইচের চিকিৎসকসহ সবাই তার ভালো সেবা করছেন। আমি তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাচ্ছি।

বাজেট অধিবেশন শুরুর দিন ১০ জুন মোকাব্বির খান সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন।

করোনায় আক্রান্ত অন্য সংসদ সদস্যরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের মোছলেম উদ্দিন আহমদ, যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়ার এবাদুল করিম বুলবুল, জামালপুরের ফরিদুল হক খান, চট্টগ্রামের মোস্তফিজুর রহমান চৌধুরী। আক্রান্তদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি মারা গেছেন।