করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার গাফফার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২০ , ২:১৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া দুই তারকা ক্রীড়াবিদ ফুটবলার আবদুল গাফফার ও সাঁতারু লুৎফর রহমান।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) লুৎফর রহমানকে। তবে সুস্থ আছেন আবদুল গাফফার। মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষার ফল হাতে পান সাবেক এই ফুটবলার।
আবদুল গাফফার বলেন, ‘আমার তেমন শারীরিক জটিলতা নেই। সামান্য জ্বর রয়েছে। নিশ্চিত হতেই পরীক্ষা করেছিলাম। পারিবারিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি। সবাই দোয়া করবেন।’ গাফফারের সুস্থতার জন্য সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু দোয়া চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন।
আবদুল গাফফার সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক ছাড়াও একজন রাজনীতিবিদ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক তিনি। নব্বইয়ের দশকে ঢাকার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন এই সাবেক তারকা ফুটবলার।