আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানের এক মন্ত্রীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানের এক মন্ত্রীর মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২০ , ৮:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পাকিস্তানের সিন্ধুপ্রদেশের এক মন্ত্রী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম গোলাম মুর্তজা। বেলুচ সিন্ধুপ্রদেশের মানব ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী ছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ডন। ডন জানায়, মঙ্গলবার করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান করোনায় আক্রান্ত গোলাম মুর্তজা। গত ২৩ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গোলাম মুর্তজা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন সিন্ধুপ্রদেশের প্রধানমন্ত্রী মুরাদ আলী শাহ। এক শোকবার্তায় তিনি বলেন, আমরা দলের একজন ন্যায়নিষ্ঠ, সাহসী ও পরিশ্রমী সদস্যকে হারালাম। দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেলে। তার মতো নেতা পাওয়া এখন বেশ কষ্টসাধ্য। সম্প্রতি পাকিস্তানে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। এমন পরিস্থিতিতেও লকডাউনের কড়াকড়ি তুলে নিয়েছে ইমরান খান সরকার। ব্যবসাবাণিজ্য পুনরায় চালুর অনুমতি দেয়া হয়েছে। ভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে হবে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পর থেকেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে।