আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২০ , ৪:০০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


করোনা আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) ভর্তি হয়েছেন। বুধবার (১৭ জুন) বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও বুধবার সন্ধ্যা ৭টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, করোনার উপসর্গ, যেমন: গলা ব্যথা দেখা দিলে বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য তার নমুনা দেওয়া হয়। বিকেলে নমুনার রেজাল্ট পজিটিভ আসে। আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।