করোনায় আক্রান্ত ২ কোটি ছাড়াল
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২০ , ১২:৩৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে। মৃত্যুর মিছিলও প্রতিনিয়ত বেড়ে চলেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সোমবার সকালে প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জনের প্রাণ গেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। তবে আশার কথা হল, আক্রান্তদের অধিকাংশই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। সারা বিশ্বে করোনা আক্রান্ত ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন সুস্থ হয়েছেন।
এদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। দেশটিতে প্রায় ৫২ লাখ আক্রান্তের মধ্যে প্রাণ গেছে ১ লাখ ৬৫ হাজারের বেশি। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জনের মতো রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১ লাখের বেশি। প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৩৭, আর মৃতের সংখ্যা প্রায় ৪৫ হাজার।