আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য ও চিকিৎসা করোনায় আক্রান্তদের আইসোলেশন এখন ১০ দিন

করোনায় আক্রান্তদের আইসোলেশন এখন ১০ দিন


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২২ , ১১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা


দিনের শেষে ডেস্ক : বর্তমানে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের ১৪ দিন নয়, ১০ দিন আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, ১০ দিন পর উপসর্গ না থাকলে তারা কাজে যোগ দিতে পারবেন। এক্ষেত্রে আগের মতো করোনার আরটি-পিসিআর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে না। আপাতত আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ প্রদর্শন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওমিক্রনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ওমিক্রনের কারণে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। কিন্তু অনেক অভিভাবক প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মেনে বিভিন্ন অনুষ্ঠানে সন্তানদের নিয়ে যাচ্ছেন, যা খুবই দুঃখজনক। সে কারণে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এমতাবস্থায় সবার দায়িত্বশীল আচরণ করা উচিত।