করোনায় জাপানে চাকরি হারিয়েছেন প্রায় ১৩ হাজার কর্মী
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২০ , ৩:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : করোনার প্রভাবে জাপানে মে মাসে চাকরি হারিয়েছেন প্রায় ১৩ হাজার কর্মী। দেশটিতে সব চেয়ে বেশি চাকরি হারিয়েছেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়।
হোটেলে চাকরি হারিয়েছেন ৪ হাজার ৩৪৮ কর্মী । রেস্তোরাঁ খাতে চাকরিচ্যুত হয়েছেন ৩ হাজার ৪৮৪। উৎপাদন খাতের ২ হাজার ৮০০ জনের বেশি চাকরি হারিয়েছেন।
দেশটির শ্রম মন্ত্রণালয় জানায়, সংক্রমণ শুরুর পর থেকে ৫ জুন পর্যন্ত ২০ হাজার ৯৩৩ কর্মী চাকরিচ্যুত হয়েছেন। হয় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কিংবা চুক্তি নবায়ন করা হয়নি।
শ্রম বিষয়ক অনেক বিশেষজ্ঞ মনে করেন, অনিয়মিত শ্রমিকদের হিসাব এই তালিকায় পরিষ্কারভাবে নেই। তাদের সংখ্যা সুস্পষ্টভাবে তোলা হলে চাকরি হারানো মানুষের আরও অনেক বেশি হবে। জরুরি অবস্থা প্রত্যাহার হলেও মানুষ এখনও স্বাভাবিক জীবনযাত্রায় ফেরেনি। ফলে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব আরও কিছু দিন অব্যাহত থাকবে। এ কারণে চাকরি হারানো মানুষের সংখ্যা আগামী দিনগুলোতে আরও বাড়বে।