করোনায় ভারতে একদিনেই আক্রান্ত প্রায় ২০ হাজার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২০ , ৬:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারতে একদিনে প্রায় ২০ হাজার নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এটিই একদিনে সর্বাধিক আক্রান্ত হওয়ার রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার পেরিয়েছে। এছাড়া দেশটিতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যাও ১৬ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে করোনার চিকিৎসায় কম দামের স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসন ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সকালে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৯ হাজার ৯০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। ২৪ ঘণ্টায় ভারতে ৪১০ জন করোনা রোগী মারা গেছেন। মোট মৃত্যু ১৬ হাজার ৯৫ জনের। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন প্রায় ১৪ হাজার মানুষ। এ নিয়ে ৩ লাখ ৯ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৫৮.৫৬ শতাংশ। এখন সক্রিয় রোগী রয়েছে ২ লাখ ৩ হাজার ৬১ জন। স্বাস্থ্যমন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যায় প্রথম থেকেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এ রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৩৩। এ রাজ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭৩ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন মোট ৮৪ হাজার ২৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৮ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। এ রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ১৮৮ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৫৮ জনের। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ হাজার ৩০১ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৩৩৫ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ২৫ জনের। সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৯৪ জন। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমের রাজ্য গুজরাট। এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩০ হাজার ৭০৯। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৯ জনের। ভারত দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এরইমধ্যে লকডাউন খুলে দিয়েছে। আর এরপর থেকেই হুহু করে বাড়ছে করোনার সংক্রমণ। বৈশ্বিক আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরই ভারতের অবস্থান।