করোনায় মৃত্যু ছাড়াল ২৭ লাখ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২১ , ১১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী জোরকদমে চলছে টিকাদান কার্যক্রম। তবুও এর প্রকোপ এখনো থামছে না। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে ২৭ লাখ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১২ কোটি ২৩ লাখ ৬৭ হাজার ৬৭৬ জন। মারা গেছেন ২৭ লাখ ৩ হাজার ১৭৬ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ৮৪৬ জন।
সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার ১৪১ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি তিন লাখ ৫৮ হাজার ৮৮০ জন এবং মারা গেছে ৫ লাখ ৫২ হাজার ৪৭০ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬২৪ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন।