আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায় রোকেয়া প্রাচীর পরামর্শ

করোনায় রোকেয়া প্রাচীর পরামর্শ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২০ , ৫:১২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : করোনায় সবকিছু বাদ দিয়ে ঘরবন্দি হয়ে বসে আছেন সিনিয়র টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া প্রাচী। আজ তার জন্মদিন। নিজের জন্মদিন নিয়ে রোকেয়া প্রাচী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কেটেছে জেলখানায়, আবার গেল ১৭ মার্চ মুজিব শতবার্ষিকী দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হবার কথা ছিল। কিন্তু করোনার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তা থেকে বিরত থাকলেন, আর আমিতো সাধারণ একজন রোকেয়া প্রাচী। আমার জন্মদিন নিয়ে তেমন কোনো ভাবনা নেই। করোনাভাইরাস থেকে আমাদের দূরে রাখতে হলে আমাদের প্রত্যেককেই ঘরে অবস্থান করতে হবে। ঘরই আপাতত আমাদের জন্য নিরাপদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রম্নতি দিয়েছিলেন তা রেখেছেন। নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এখন আমাদেরকে করোনাভাইরাস’র বিপর্যয় থেকে নিজেদের নিরাপদে রাখতে হলে দেশে এই মুহূর্তে প্রচলিত নিয়ম মেনে চলতে হবে। অনেকেই নানানভাবে ঘরের বাইরে এসে সহযোগিতা করছেন। কিন্তু ঘরের বাইরে না এসে আরও অন্য পদ্ধতিতে সহযোগিতা করা যেত। ঘরের বাইরে বের হলে নিজের নিরাপত্তাতো থাকছেই না, পাশাপাশি যাদের সহযোগিতা করা হচ্ছে তারাও হুমকির মুখে পড়ছেন। তাই নিজেকে নিজের নিরাপদে রাখতে হবে। দেশের মানুষকে নিরাপদে রাখতে হবে। সারা পৃথিবীকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে। এটাই চরম সত্যি।