কলকাতার ফিল্মফেয়ারে জয়া, সম্প্রচার হবে টেলিভিশনে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২১ , ১:১২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : মাসখানেক আগে ভারতের মঞ্চে পুরস্কৃত হন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। করোনার মধ্যেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। জয়ার অংশ নেওয়া সেই অনুষ্ঠান আজ রবিবার (৯ মে) দেখানো হবে টেলিভিশন চ্যানেলে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের কালারস বাংলা টেলিভিশনে দেখানো হবে এই অনুষ্ঠান।
বিজয়া ও রবিবার এ দুই ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন জয়া। ২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’ এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন বাংলাদেশের জয়া আহসান। করোনা মহামারির কারণে গত বছরের অনুষ্ঠানটি এ বছর আয়োজন করা হয়েছে। কলকাতার বাংলা ভাষার ছবিকে উৎসাহ দিতে ফিল্মফেয়ার পুরস্কারের এই আয়োজন।
এর আগে ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এ পুরস্কার পান বিসর্জন সিনেমায় অভিনয়ের জন্য। তারও আগে অরিন্দম শীল নির্মিত ঈগলের চোখ ছবিতে অভিনয়ের জন্যও জয়া পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনয়ন। ২০১৪ সালে একই পরিচালকের আবর্ত ছবির জন্যও পেয়েছিলেন মনোনয়ন।