আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কাকরাইলে এস এ পরিবহনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

কাকরাইলে এস এ পরিবহনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৩ , ১০:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট। সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম  বলেন, কাকরাইলে এস এ পরিবহনে আগুন লেগেছে। চারতলা ভবনটিতে আগুন লাগে। সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে এখন ১০টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।