কানাডার সড়কে ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২১ , ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির অনেকেই নিহত তিনজনকে আল নোমান আদিত্য, রসুল বাধন এবং অরণ্য আজাদ চৌধুরী নামের ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে তাদের ছবি প্রকাশ করেছেন।
আরসিএমপি জানায়, কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উইনিপেগের আরবোর্গ সংলগ্ন হাইওয়ে সেভেনে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনজন প্রাণ হারান। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যান। অপর গাড়ির চালক ৫৩ বছর বয়সী এক নারীকে আশংকাজনক অবস্থায় উইনিপেগের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা।