আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কাবুল বিমানবন্দরে হামলার প্রত্যক্ষদর্শী: মরদেহগুলো খালে ফেলা হচ্ছিল

কাবুল বিমানবন্দরে হামলার প্রত্যক্ষদর্শী: মরদেহগুলো খালে ফেলা হচ্ছিল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২১ , ২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতি বোমা হামলার পর বেশ কয়েকটি মৃতদেহ ‘খালে ফেলে দেওয়া হয়েছে’ বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। মিলাদ নামের সেই প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘মৃতদেহ, দেহের খন্ডাংশ আর রক্তের স্তুপ সব পাশের একটা খালে ফেলে দেওয়া হচ্ছিল।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছে,কাবুল বিমানবন্দরের পাশে যখন বিস্ফোরণটা হল, তখন মানুষ খুব আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছিল। তখনই তালেবান সদস্যরা বিমানবন্দরের গেইটে জড়ো হওয়া মানুষকে ছত্রভঙ্গ করে দিতে গুলি করতে শুরু করল। আমি একজনকে দেখেছি, তিনি এক আহত শিশুকে নিয়ে দৌঁড়ে যাচ্ছেন কোথাও।’ তিনি জানান, বিস্ফোরণের সময় দৌঁড়াতে গিয়ে তিনি প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেলায় তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বিমানে উঠতে পারেননি। তিনি এএফপিকে বলেন, ‘আমি আরা কখনও এই বিমানবন্দরে আসব না। আমেরিকা, তাদের অপসারণ কার্যক্রম, ভিসা প্রক্রিয়া সব মরুক গে।’
এদিকে মার্কিন সেনা নিয়ন্ত্রিত এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেন্টাগনের মুখপাত্র জন অ্যাবি টুইটার বার্তায় জানান, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে কমপক্ষে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯৯ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এ ঘটনায় ইসলামিক স্টেট খোসারানকে (আইসিস-কে) দায়ী করছে, যারা যুক্তরাষ্ট্র ও তালেবানের বিরোধিতা করছে। তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় বহু তালেবান নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। কাবুলে ইতালির একটি দাতব্য হাসপাতালের কর্মীরা রয়টার্সকে জানিয়েছেন, তাদের হাসপাতালে রাত ১০টা পর্যন্ত ৬০জন গুরুতর জখম নিয়ে এসেছেন। কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন কর্মকর্তা জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জন সেনাসদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন তার নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করছিলেন, তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পেন্টাগন জানিয়েছে। কাবুলের পতনের পর থেকে জীবন বাঁচাতে আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন বিদেশি ও আফগানরা। দেশত্যাগে তারা ব্যবহার করছেন হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। ১৫ আগস্ট তালেবানের হাতে ক্ষমতা আসার পর থেকে বিমানবন্দরের দিকে হাজারো মানুষের স্রোত। এরই মধ্যে ৮২ হাজারের বেশি মানুষকে বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে উড্ডয়নের পরপর ইতালির সামরিক বাহিনীর একটি ফ্লাইট লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।