আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কাবুলে মসজিদে বোমা হামলার দায় স্বীকার করল আইএস

কাবুলে মসজিদে বোমা হামলার দায় স্বীকার করল আইএস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২১ , ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের কাছে গত রোববার যে বোমা হামলা হয়েছিল, তার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’ মঙ্গলবার এ দাবি করেছে। এতে বলা হয়, জঙ্গিগোষ্ঠীটির এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে ওই হামলা চালায়।খবর এএফপির। গত রোববার বিকালে এ হামলা হয়। হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। হামলার পর তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, প্রাথমিক তথ্যে হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার আভাস পাওয়া গেছে। রোববার বিকালে হামলার পর সন্ধ্যার দিকে তালেবান কাবুলের উত্তরে অভিযান পরিচালনা করে। তারা আইএসের সক্রিয় একটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করে। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, সুনির্দিষ্টভাবে চালানো সফল অভিযানে আইএসের কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আইএসের সদস্যরা নিহত হন। গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর দেশটিতে একাধিক হামলা চালিয়েছে আইএস। এসব হামলার নিশানা ছিল তালেবান। তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ।