আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কামারখন্দে ৩’শ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

কামারখন্দে ৩’শ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২০ , ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


 সিরাজগঞ্জ (কামারখন্দ) প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে সিরাজগঞ্জের কামারখন্দে দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ মাঠে ৩শ’ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ১টি সাবান ও ১টি মাস্ক। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খোদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দুলাল চন্দ্র মাহাতো, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা হোসনে আরা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।