আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস কার্তিকের হ্যাটট্রিকে শ্রীলঙ্কার ছন্দপতন

কার্তিকের হ্যাটট্রিকে শ্রীলঙ্কার ছন্দপতন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২২ , ৫:৪৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  ৪৫ বল খেলে ১৫তম ওভারে ফিফটি করলেন পাথুম নিশানকা। তখনও শ্রীলঙ্কার জানা ছিল না কী অপেক্ষা করছে! চতুর্থ বলে কার্তিক মেয়াপ্পন এনে দেন দারুণ ব্রেকথ্রু। ভানুকা রাজাপাকসা ৫ রান করে কাশিফ দাউদের শিকার। চারিথ আসালাঙ্কা নেমেই পেছনে ক্যাচ দেন অরবিন্দকে। হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আমিরাতি স্পিনার, পরিষ্কার বোল্ড করেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে। এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন কার্তিক।

পাওয়ার প্লেতে ৫২ রান তোলা শ্রীলঙ্কা সপ্তম ওভারে একটু থেমে গিয়েছিল। আরিয়ান লাকরার ওই ওভারে আসে মাত্র ৬ রান।

পরের ওভারে সেই ক্ষতি পুষিয়ে দেন পাথুম নিশানকা একটি ছক্কা মেরে। কার্তিক মেয়াপ্পন দেন ১০ রান। নবম ওভারে জহুর খানের আঁটসাঁট বোলিংয়ে মাত্র ৩ রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা পরের ওভারে বাসিল হামিদকে টানা ছয়-চার মেরে আবার রানে ফেরান। ওই ওভারে আসে ১৩ রান। তাতে ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৮৪ রান।

১২তম ওভারে এই দারুণ জুটি ভেঙে যায় নিশানকার সঙ্গে ধনঞ্জয়ার ভুল বোঝাবুঝির কারণে। নন স্ট্রাইকে থাকা ধনঞ্জয়া হন রান আউট, ২১ বলে তিনি করেছিলেন ৩৩ রান। ভেঙে যায় ৫০ রানের জুটি।

পাওয়ার প্লেতে পঞ্চাশ ছাড়ালো শ্রীলঙ্কা

জিততেই হবে শ্রীলঙ্কাকে। সুপার টুয়েলভে ওঠার জন্য আর কোনও বিকল্প রাস্তা নেই তাদের সামনে। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ভালোই করলো তারা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে।

পঞ্চম ওভারে কুশল মেন্ডিস ১৮ রান করে আরিয়ান লাকরার কাছে এলবিডব্লিউ হন। ৪.৪ ওভারে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান তিনি। এরপর পাথুম নিশানকার সঙ্গে জুটি বাঁধেন ধনঞ্জয়া ডি সিলভা।

বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

নেদারল্যান্ডস টানা দুটি ম্যাচ জিতে বিপদে ফেলে দিলো শ্রীলঙ্কাকে। নেট রান রেটে বাজে অবস্থায় থাকা লঙ্কানদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে হলে বাকি দুটি ম্যাচ জিততেই হবে। একই সঙ্গে নেট রান রেটেও খেয়াল রাখতে হবে তাদের।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের কাছে শেষ ওভারে গিয়ে হারার আত্মবিশ্বাস কাজে লাগাতে চান আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। টস জিতে বোলিং নেওয়ার পর তিনি বলেন, ‘আজ একটু উষ্ণ দিন, শিশির আসতে পারে। গত ম্যাচে অনেক ইতিবাচক দিক ছিল, ম্যাচ শেষ ওভারে নিয়ে গিয়েছিলাম, সেটা কাজে লাগিয়ে আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ।’

শ্রীলঙ্কা একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে বাধ্য হয়েছে। ইনজুরিতে দানুশকা গুনাথিলাকা বাদ পড়েছেন, দলে ঢুকেছেন চারিথ আসালাঙ্কা। নামিবিয়ার কাছে হার কতটা দাগ কেটেছে, সেটা বললেন অধিনায়ক দাসুন শানাকা , ‘এটা ছিল বাজে একটা দিন, চলুন ভুলে যাই।’