আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কালিয়াকৈরে নুরু স্পিনিং মিল: নেভানোর আধাঘণ্টা পর ফের আগুন: আহত ৩০

কালিয়াকৈরে নুরু স্পিনিং মিল: নেভানোর আধাঘণ্টা পর ফের আগুন: আহত ৩০


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৪:২৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


nuru_spininগাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় নেভানোর আধাঘণ্টা পর ফের আগুন লেগেছে ‘নুরু স্পিনিং মিল’ কারখানায়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

শনিবার বিকাল সোয়া ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শনিবার বেলা ১২টার দিকে ওই কারখানার ছয়তলা ভবনের দোতলার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও সাভার ইপিজেড স্টেশনের ছয়টি ইউনিটেরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পরে দ্বিতীয় দফায় কারখানাটিতে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, জয়দেবপুর, সাভার ইপিজেড ও মির্জাপুর ফায়ার স্টেশনের ১০টি ইউনিটেরে কর্মীরা চেষ্টা করছেন। অগ্নিকান্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান অপূর্ব বল।