আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কালীগঞ্জে স্পিরিট পানে প্রাণ গেল তিনজনের

কালীগঞ্জে স্পিরিট পানে প্রাণ গেল তিনজনের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২৩ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল জাতীয় স্পিরিট পান করার পর তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যুর এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলো- কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুন অর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পেছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)। এর মধ্যে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে এবং রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মারা যান। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মৃত ব্যক্তিরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে অ্যালকোহল ক্রয় করে পৃথকভাবে তারা পান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহীম মোল্লা জানান, তারা সকলেই স্পিরিট পান করে মারা গেছে।