আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কালেক্টরেট জামে মসজিদের ভিত্তি দিলেন জেলা প্রশাসক

কালেক্টরেট জামে মসজিদের ভিত্তি দিলেন জেলা প্রশাসক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১:২৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


sanচট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার আদালত ভবন এলাকায় জেলা কালেক্টরেট জামে মসজিদের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

শুক্রবার (০৩ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করেন তিনি।

এসময় জেলা প্রশাসক বলেন, এ যাবৎকালে চট্টগ্রাম জেলা কালেক্টরেট এলাকায় কোনো মসজিদ স্থাপিত হয়নি। এখানে প্রতিদিন অনেক লোকের সমাগম হয়। কিন্তু নামাজের জায়গার কোন সুব্যবস্থা নেই। আমি ব্যাক্তিগত উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আল্লাহর রহমতে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ হবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল জলিল, কারিকা’র মো. সাইফুল ইসলাম প্রমুখ। এ প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে স্যানমার ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেকচার লিমিটেড।