কাশিমপুর কারাগারে কয়েদির হামলায় হাজতি আহত
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১০:২৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: কাশিমপুর কারাগার পাট-২-এ কয়েদির হামলায় হাফিজুর রহমান ভুট্টু (২৫) নামে এক হাজতি আহত হয়েছেন।
সোমবার (১৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। কাশিমপুর কারাগার পাট-২-এর সিনিয়র জেলসুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারাগারের ভেতরে খেলার মাঠে কয়েদি রুবেল ক্ষুদ্র কোনো জিনিস দিয়ে হাজতি হাফিজুর রহমান ভুট্টুকে আঘাত করেন। এতে তার মুখোমণ্ডলের কয়েকটি জায়গায় কেটে যায়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
প্রশান্ত কুমার বণিক আরও জানান, ঠিক কি কারণে হাফিজুর রহমানের ওপর হামলা করা হয়েছে তা জানা যায়নি।