আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কিছু ছবি বাছাইয়ে উদাসীন ছিলাম: বিদ্যা বালান

কিছু ছবি বাছাইয়ে উদাসীন ছিলাম: বিদ্যা বালান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২২ , ৩:৪৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  প্রায় দুই দশকের সুদীর্ঘ ক্যারিয়ারে নিজের দু‘টি ছবি ‘হে বেবি’, ‘কিসমত কানেকশন’ নিয়ে কখনও সন্তুষ্ট হতে পারেননি বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। ওই দুই ছবি নিয়ে এক দশক পরেও সংশয় থেকে গেছে বিদ্যার মনে। তার কথায়, ‘ওই দু’টি ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। কিন্তু এই ধরনের চরিত্রে আমি নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না।’

তবে নিজের সিদ্ধান্ত নিয়ে আর আফসোস নেই বিদ্যার। তার কথায়, ‘ছবিগুলো করে আমার কোনো আফসোস নেই। ওই ধরনের চরিত্রে অভিনয় করে কোনো ঝুঁকি নিইনি। আমার মনে হয়, খুব অমনোযোগী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। এ ধরনের উদাসীনতা নিয়ে বাঁচতে আমার ভালো লাগে না।’

সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বিদ্যা বালানের ছবি ‘জলসা’। সেখানে বিদ্যার সঙ্গে দেখা গেছে শেফালি শাহকে। দুই অভিনেত্রীকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছে দর্শক।