আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুমিল্লায় অপসোনিন কার্যালয় লকডাউন

কুমিল্লায় অপসোনিন কার্যালয় লকডাউন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২০ , ৭:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা শহরের ঝাউতলাস্থ ঔষধ কোম্পানী অপসোনিনের কার্যালয় লকডাউন করা হয়েছে। অপসোনিনের এরিয়া ম্যানেজার করোনা আক্রান্ত হওয়ায় নিবার্হী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ উপস্থিতিতে পুলিশ ওই কার্যালয়টি লকডাউন করে। অপসোনিনের এরিয়া ম্যানেজার মাহফুজ , করোনা আক্রান্ত হওয়ায় এ ব্যবস্থা। সে নগরীর বিষ্ণুপুর পানির ট্যাংকি সংলগ্ন একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকে, পরিবারে তার স্ত্রী এবং এক সন্তান আছে, প্রশাসন বাড়ীটিকে লকডাউন করে দেয় এবং বাড়ির সবাইকে বাহিরে না যাতে বলা হয়,বাড়ির মালিকের ছেলের সাথে কথা বলে জানা যায়, ওই ব্যক্তি বাড়ি কারো সাথে এতটা যোগাযোগ ছিল না,সে এলাকায় কোন ব্যক্তির সাথে মিশতনা বা আড্ডাও দিত না,তার উপসর্গ দেখা দেয়ায় নিজে থেকেই পরিক্ষা করার জন্য নমুনা দেয়, আজ রাতে তার নমুনার ফলাফল পজিটিভ আসে।