আজকের দিন তারিখ ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২১ , ১১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছে। শনিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মুহিতুল ইসলাম সমকালকে জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নোয়াখালী অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস চাপায় সিএনজির চার যাত্রী ঘটনাস্থলে মারা যান। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।