কুষ্টিয়ায় করোনাকালে পিকনিক : ৪ জনের জরিমানা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৪:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
কুষ্টিয়ার (ভেড়ামারা) প্রতিনিধি : করোনাভাইরাসের এ দুর্যোগের সময় গণজমায়েতে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকনিক করায় চারজনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অপরাধে এক মিষ্টির দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৬ জুন) রাতে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ। সোহেল মারুফ বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউনে যখন আমরা ব্যস্ত, সে সময় জানতে পারি চাঁদগ্রামে ঘর সাজিয়ে আলোকসজ্জাসহ পিকনিক করছেন স্থানীয়রা। পরে সেখানে অভিযান চালিয়ে তিন নারীসহ চারজনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক তিন হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অপরাধে বিশাল সুইটসের মালিক বিশাল চন্দ্র কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সেই মিষ্টির দোকান ১০ দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এমন অভিযান চলবে বলেও জানান তিনি।