আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কেটিআরইউর বার্ষিক নির্বাচন : বাবুল আকতার সভাপতি, অভিজিৎ পাল সাধারণ

কেটিআরইউর বার্ষিক নির্বাচন : বাবুল আকতার সভাপতি, অভিজিৎ পাল সাধারণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৪ , ৪:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


খুলনা ব্যুরো : খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ) এর বার্ষিক নির্বাচনে পদে এশিয়ান টিভির ব্যুরো প্রধান বাবুল আকতার সভাপতি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক অভিজিৎ পাল সাধারণ সম্পাদক ও বাংলা টিভির খুলনা ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ডালিম কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান উৎসব টেলিভিশন এর ব্যুরো প্রধান সুনীল দাস নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে নির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি বাংলাদেশ টেলিভিশনের শিল্পাঞ্চল প্রতিনিধি মিজানুল ইসলাম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনন্দ টিভির খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন ও নির্বাহী সদস্য এটিএন বাংলার খুলনা ব্যুরো প্রধান এস. এম. হাবিব, মোহনা টিভির খুলনা ব্যুরো প্রধান মুন্সি মাহবুব আলম সোহাগ, ডিবিসি টিভির খুলনা ব্যুরো প্রধান মো: আমিরুল ইসলাম ও বৈশাখী টিভির খুলনা ব্যুওে াপ্রধান শেখ হেদায়েতুল্লাহ।
নির্বাচনের ফলাফলের ঘোষণার পর বক্তব্য রাখেন কেটিআরইউ”র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক সুরক্ষা মঞ্চের আহবায়ক এস এম হাবিব, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ, কেটিআরইউ”র আহবায়ক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মেজাম্মেল হক হাওলাদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি সাঈদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, দৈনিক ইত্তেফাক এর ব্যুরো প্রধান এনামুল হক, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক নেয়ামুল হাসান কচি, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিক বৃন্দ।
গত ২৮ জুন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ)’র ৯টি পদে র্নিবাচনের জন্য তফসিল ঘোষনা করা হয়।