আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কেনিয়ার নতুন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো

কেনিয়ার নতুন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২২ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : উইলিয়াম সামোই রুটো (৫৫) কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচন কমিশন তাকে পূর্ব আফ্রিকার দেশটির পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কেনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টোরাল অ্যান্ড বাউন্ডারি কমিশনারস-এর প্রধান ওয়াফুলা চেবুকাতি। তিনি বলেন, রুটো মোট ভোটের ৫০.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭১ লাখ ৭৬ হাজার ১৪১। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৭৭ বছরের সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পেয়েছেন ৪৮ দশমিক ৮৫ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৯ লাখ ৪২ হাজার ৯৩০। উইলিয়াম সামোই রুটো কেনিয়ার বিদায়ী প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে গত ১০ বছর ধরে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে জয়ের পর এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ‘কেনিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই যে, আমি একটি স্বচ্ছ, উন্মুক্ত ও গণতান্ত্রিক সরকার পরিচালনা করবো।’