আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কেনিয়ায় বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

কেনিয়ায় বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২১ , ১:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কেনিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট ও কোপাইলট নিহত হয়েছেন। দেশটির জাতীয় পরীক্ষা কাউন্সিলের প্রশ্নপত্র নিয়ে মারসাবিত পল্লীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গিলবার কিবে জানিয়েছেন, বিমানটি রাজধানী নাইরোবি থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এরপর সকাল ১০টা ১০ মিনিটে একটি পাহাড়ের ওপর বিধ্বস্ত হয় বিমানটি।
বিমানে ওই দুই পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিলেন না। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। পুলিশসহ কয়েকটি সংস্থা বিষয়টি তদন্তে মাঠে নেমেছে।