কোটালীপাড়ায় তালপাতার ঝুপড়িতে হোম কোয়ারেন্টিন!
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২০ , ৭:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
গোপালগঞ্জ (কোটালীপাড়া) প্রতিনিধি : ঢাকার একটি হাসপাতালে চাকরি করতেন এক নারী স্বাস্থ্যকর্মী (২১)। করোনাভাইরাসের কারণে ছুটি নিয়ে বাড়ি ফেরেন তিনি। এর পরই স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে এই নারী স্বাস্থ্যকর্মীকে এলাকাবাসী একটি নির্জন স্থানে পুকুরের মধ্যে তালপাতা দিয়ে ঝুপড়িঘর তৈরি করে সেখানে কোয়ারেন্টিনে রাখেন। সোমবার পর্যন্ত প্রায় এক সপ্তাহ ধরে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ওই স্বাস্থ্যকর্মী ওখানে অবস্থান করছেন। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লগন্ডা গ্রামে। এ ঘটনাটি সামাজিক যোগযোগমাধ্যমে প্রচার হওয়ার পর গোটা উপজেলাব্যাপী আলোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষকে বলতে শোনা গেছে, নারী ওই স্বাস্থ্যকর্মীকে চাইলেই তো স্থানীয় প্রভাবশালী ওই আওয়ামী লীগ নেতা ভালো কোন স্থানে কোয়ারেন্টিনে রাখতে পারতেন। এভাবে কষ্ট দেয়ার তো মানে হয় না।