আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস কোপা আমেরিকা জয়, শ্বশুর বাড়িতে শুভেচ্ছায় সিক্ত মেসি

কোপা আমেরিকা জয়, শ্বশুর বাড়িতে শুভেচ্ছায় সিক্ত মেসি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২১ , ১২:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। এই জয়ের পরে দেশে ফিরে শ্বশুর বাড়িতে পরিবার ও প্রতিবেশীদের শুভেচ্ছায় সিক্ত হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এর আগে ট্রফি জয় করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় ফেরেন মেসিরা। শিরোপা জয়ের নায়কদের বরণ করে নিতে হাজারো মানুষ নেমে আসে বুয়েনস এইরেসের রাস্তায়।
দেশের হয়ে মেসির এটিই প্রথম আন্তর্জাতিক শিরোপা। বর্ণিল ক্যারিয়ারে এখন যার শুধু একটা বিশ্বকাপ জয় বাকি। মেসি ঘরে ফিরতেই সবার আগে সন্তানরা তাকে স্বাগত জানান। বাবাকে জড়িয়ে ধরতে ছুটে যান তারা। ক্যারিয়ারের অনেক শিরোপা জয়ের আনন্দই মেসি ভাগ করেছেন সতীর্থদের সঙ্গে। কোনও সন্দেহ নেই, সেগুলোর চেয়ে এই মুহূর্তটাই শীর্ষে থাকবে তার কাছে। মেসির ট্রফি জয়ের পর তার তিন সন্তানের আনন্দ উদযাপনের একটি ভিডিও ভাইরাল হয়।সন্তানদের জন্য মেসি তার শ্বশুর বাড়িতে পৌঁছালে প্রতিবেশীরাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।