আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড কোপার পরবর্তি আসর ব্রাজিলে

কোপার পরবর্তি আসর ব্রাজিলে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৮:৪২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


9...কাগজ অনলাইন ডেস্ক: প্রচলিত নিয়মে গত বছর চিলির মাঠে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ কোপা আমেরিকা ফুটবলের আসর। নিয়ামানুযায়ী প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় এই আসর। তবে চলতি বছর শতবর্ষে পা রেখেছে কোপা আমেরিকা। ‘সেঞ্চুরির’ মাইলফলক উদযাপনেই এবার তাই আয়োজন করা হয়েছে কোপা আমেরিকার এই বিশেষ আসর। যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ মোট ১৬ দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে লাতিন আমেরিকান দেশ ১০, বাকি ৬টি কনকাকাফ অঞ্চলের দেশ। তবে এবার আগের নিয়ম রক্ষা করে পরবর্তি কোপার স্থান ও সময় ঘোষনা করেছে আয়োজকরা। পরবর্তি আসরটি বসবে ২০১৯ সালে। যার আয়োজন করবে পেলের দেশ ব্রাজিল।

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর ২০১৬ সালেই পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকেরও আয়োজন করছে ব্রাজিল। এবার সে তালিকায় যুক্ত হলো কোপা আমেরিকা।
মঙ্গলবার এক বিবৃতিতে ল্যাটিন আমেরিকার ফুটবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গুয়েজ আয়োজন সম্পর্কে বলেন, ‘আমেরিকা স্বাগতিক দেশ হিসেবে দারুণ। চিলি গতবছর সুন্দরভাবে আয়োজন করেছিল এবং ব্রাজিল ২০১৯ সালে আয়োজন করবে। মানুষ এই টুর্নামেন্টকে উপভোগ করছে। আশা করি ফুটবলের মান এবং দর্শক সমাগম দিনদিন বৃদ্ধি পাবে।’

প্রসঙ্গত, এর আগে ৪ বার এ আসরের আয়োজন করে ৪ বারই শিরোপা জয়ের রেকর্ড রয়েছে ব্রাজিলের। যার মধ্যে ১৯১৯, ১৯২২, ১৯৪৯ এবং ১৯৮৯ সালে স্বাগতিক দেশ হিসেবে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল।