আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড কোপার মাঠে কাঁদলেন ডি মারিয়া

কোপার মাঠে কাঁদলেন ডি মারিয়া


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৬:০৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


DI_Mariaকাগজ অনলাইন ডেস্ক: মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার ফাইনালে গতবার আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতে চিলি। এবার এই টুর্নামেন্টের বিশেষ আসরে প্রথম মুখোমুখিতেই চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার শিবিরের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াই জয় পায় জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আর্জেন্টিনার জয়ে প্রথম গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে প্রথম চিলির জালে বল পাঠান তিনি। গোলের পর একটি টি-শার্ট হাতে নিয়ে কাঁদতে দেখা গেছে প্যারিস সেইন্ট জার্মেইর এই তারকাকে। তবে ম্যাচের ৫১ মিনিটে গোলের পর এমন উদযাপনে তার কান্না আনন্দের ছিল না।

চিলির বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ডি মারিয়ার দাদি মারা যান। তারপরও প্রিয়জন হারানোর বেদনা নিয়েই দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন তিনি। দেশের হয়ে গোল করার পর সেই গোলটি সদ্য প্রয়াত দাদিকে উৎসর্গ করেন ডি মারিয়া। গোলের পর একটি টি-শার্ট উঁচিয়ে কাঁদতে থাকেন তিনি। যাতে লেখা ছিল, ‘গ্রান্নি আই উইল মিস ইউ সো মাচ।’

চিলির বিপক্ষে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান ডি মারিয়া। ম্যাচ শেষে সাক্ষাতকারে ডি মারিয়া বলেন, ‘আমি খেলতে চেয়েছিলাম। কারণ আমি দেশের হয়ে খেলতে পারলে দাদি খুবই গর্ববোধ করতেন।’