আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কোভিড-১৯: একদিনে আক্রান্ত ২ লাখ ২৮ হাজার ১০২

কোভিড-১৯: একদিনে আক্রান্ত ২ লাখ ২৮ হাজার ১০২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২০ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : বিশ্বজুড়ে মরণঘাতী করোনাভাইরাসের তান্ডব যেন থামছেই না। প্রতিনিয়ত মানব দেহে রেকর্ড সংখ্যায় ভাইরাসটি সংক্রমণ ঘটিয়ে চলেছে। এদিকে শুক্রবার নতুন করে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ ২ লাখ ২৮ হাজার ১০২ জন করোনা শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে বিশ্বে এত মানুষ আক্রান্ত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।
হু বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে যে সোয়া দুই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি দেশে উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে । যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত এর মধ্যে রয়েছে । এছাড়া দক্ষিণ আফ্রিকায়ও খুব দ্রুত সংক্রমণ বাড়ছে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলতি মাসের প্রথম দিক থেকেই করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকে। গত ১০ দিনের মধ্যে সাতদিনেই দৈনিক ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন গড়ে প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছে।

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির দিনে দিনে অবনতি ঘটছে। আরও দ্রুত বিস্তার ঘটাচ্ছে মহামারি এই ভাইরাস। তাই বিশ্বের সরকারগুলোকে করোনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সংস্থাটির দেওয়া হিসাব অনুযায়ী, গত জুনেও দৈনিক গড়ে দেড় লাখের কম রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন সাড়ে ৪ হাজারের কিছু বেশি। চলতি মাসে তা যে বাড়তে শুরু করেছে প্রথম দশ দিনের হিসাবেই তা স্পষ্ট।এতদিন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল গত ৪রা জুলাই। ওইদিন বিশ্বজুড়ে সর্বোচ্চ ২ লাখ ১২ হাজার ৩২৬ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর শুক্রবার নতুন করে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ ২ লাখ ২৮ হাজার ১০২ জন করোনা শনাক্ত হন।
এদিকে শনিবার সকালে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়াল্ডোমিটার বলছে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত হয় ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার ১৫৫ জন, মারা গেছেন ৫ লাখ ৬২ হাজার ৭৬৯ জন, সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৬০ হাজার ৯৫৪ জন। এছাড়া আক্রান্তের তালিকায় প্রথম পাঁচে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু।