আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড কোরিয়ার জালে স্পেনের গোল উৎসব

কোরিয়ার জালে স্পেনের গোল উৎসব


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১২:২০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


heroaঅনলাইন স্পোর্টস ডেস্ক: ইউরোর কাপ শুরু আগে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় নোলিতো ও আলভারো মোরাতা- দু’জনেরই জোড়া গোলে দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ছাড়া একটি করে গোল করেছেন দাভিদ সিলভা ও সেস ফাব্রেগাস।

এর আগে গত রবিাবর বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল পেয়েছিলেন সেল্তা ভিগোর ফরোয়ার্ড নোলিতো। বুধবার রাতে ১৬তম মিনিটে মোরাতা বল জালে জড়ালেও রিফারির অফসাইডের সিদ্ধান্তে উচ্ছ্বাস থেমে যায় স্প্যানিশদের।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গত দুইবারের ইউরো চ্যাম্পিয়নদের। ম্যাচের ৩০তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে ডান পোস্ট ঘেষে বল জালে জড়ান ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সিলভা। একটু পরই প্রতিপক্ষের ভুলে বল পেয়ে মোরাতার বাড়ানো পাস থেকে ফাঁকা জালে লক্ষ্যভেদ করেন ফাব্রেগাস।

আর ৩৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলেন নোলিতো। বিরতির চার মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে স্পেন। ৫০তম মিনিটে কর্নারে হেড করে বল জালে জড়ান মোরাতা। আর ৫৪তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নোলিতো।

এরপর ৮৩তম মিনিটে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার সে-জং জু ব্যবধান কমান। তবে ৮৯তম মিনিটে দুরূহ কোণ থেকে মোরাতার চিপ জালে জড়ালে ৬-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ভিসেন্তে দেল বস্কের দল। আগামী ১৩ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর শিরোপা ধরে রাখার অভিযানে নামবে স্পেন। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ তুরস্ক ও ক্রোয়েশিয়া।