আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ক্যাটরিনার বিয়েতে দাওয়াত পাননি সালমান!

ক্যাটরিনার বিয়েতে দাওয়াত পাননি সালমান!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২১ , ৫:১৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   বছরের শেষ মাসে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশালের সঙ্গে দীর্ঘ প্রেমের পরিণতি পাচ্ছে অবশেষে। তাদের বিয়ে নিয়ে ইতিমধ্যেই হৈচৈ পড়ে গিয়েছে বলি পাড়ায়।

ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। মুখ না খুললেও এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে তাদের বিয়ের তোড়জোড়। রাজস্থানে পৌঁছে গেছে বিয়ের লোকজন। সেখানেই এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে দুই তারকার।

‘ভিক্যাট’-এর এই বিশেষ দিনের সাক্ষী থাকবেন বেশ কয়েকজন বলিউড তারকারা। স্বভাবতই আলোচনা চলছে, কারা কারা থাকছেন আমন্ত্রিতদের তালিকায়? ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা। তবে তালিকায় পাওয়া যায়নি ক্যাটরিনার দুই প্রাক্তন প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের নাম।